1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

সিলেটের কোম্পানীগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জে ২নং পূর্ব ইসলামপুরে দিনে প্রকাশ্যে অবাধে মাদক ইয়াবা,মদ,গাঁজা সহ মাদকদ্রব্য প্রকাশ্যে বিক্রি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ মাদক কারবারীরা মানছে না এলাকাবাসীর কোন বাঁধা। তারা প্রকাশ্যে মাদক বিক্রি করে দূষিত করছে সমাজ কলুষিত হচ্ছে পরিবেশ,অবক্ষয় ঘটছে নীতি নৈতিকতার। মাদকাসক্ত হচ্ছে শত-শত যুবক,তরুণ, কিশোর, বাড়ছে পারিবারিক অশান্তি, আর অপরাধের পুনরাবৃত্তি। এলাকাবাসীর সুত্রে জানাযায়, মোস্তফা নগরের নজর উদ্দিন,মুল মাদক কারবারি, তার সাথে আরো আছেন একই গ্রামের ফরিদ মিয়া’র ছেলে রফিকুল ইসলাম (৪০) ও হবি মিয়া’র ছেলে তোফাজ্জল মিয়া(১৩) তোফাজ্জল,এর আগেও মাদকের ফেনসিডিল সহ আটকের মামলায় জেল খাটে। এবং বর্তমানে তার নামেও ওয়ারেন্ট রয়েছে বলে এলাকাবাসী জানায়।তাদের অতিষ্টে এলাকার শান্তি প্রিয় জনসাধারণ ঢালারপাড়,শওকত নগর, মোস্তফা নগর,ডুবাপাড়া,৪টি গ্রামে তারা ইয়াবা ট্যাবলেট মদ গাঁজা ফেনসিডিল,অবাধে বিক্রি করে সকল প্রকার মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে।এর কারণে এলাকার উঠতি তরুণ,যুবক,কিশোররা, মাদক নেশায় আসক্ত ভবিষ্যৎ ধ্বংসের দ্বারপ্রান্তে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ঢালারপাড় গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী সুরা বিবি,তার ছেলে নেশায় আসক্ত হওয়ায় শাসন করে এতে ক্ষিপ্ত হয় মাদক কারবারি রফিকুল ও তোফাজ্জল তাঁর সহিত খারাপ আচরণ ভয়ভীতি প্রদর্শন করে। আরো জানা যায় রংপুর বস্তি ও দক্ষিণ ঢালারপাড় ‘আনা মিয়া’র দোকান পর্যন্ত তাদের মাদক সাম্রাজ্য বিস্তৃত করছে। শপিং ব্যাগে করে তারা গরীব মানুষকে একপ্রকার জোর করে অনায়াসে মাদক বিক্রি করে চলছে।তারা প্রতিদিন বিকাল ৫ টা হতে শুরু করে রাত ১০টা পর্যন্ত অবাধে মাদক বিক্রি করে থাকে। প্রায় প্রতিদিন অর্ধ লক্ষ টাকার মাদক বিক্রি করে বলে এলাকাবাসী জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাবেক ইউপি সদস্য নান্নু মিয়া বলেন, এই মাদকের কারণে সমাজ ধ্বংস আমি ও উদ্বিগ্ন এরা এতো ক্ষমতা পায় কি করে। তাদেরকে এলাকার মুরব্বীরা বাঁধা নিষেধ করলেও কোন কর্ণপাতই করছেনা আরও বেপরোয়া হয়ে ওঠেছে মাদক কারবারি সিন্ডিকেট। স্হানীয় ইউপি সদস্য আব্দুছ ছালাম এর কাছে প্রশ্ন করা হলে একজন জনপ্রতিনিধি হিসেবে মাদকমুক্ত করতে আপনার ভূমিকা কি? তিনি বলেন, অলরেডি এলাকায় যারা মাদকের বানিজ্য করছে তাদের নাম থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে বিশেষ করে মাদকের সাথে কোন আপোষ নেই।

এদিকে স্হানীয় এলাকাবাসীর জোর দাবী আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এদের আটক করে শাস্তির ব্যবস্থা করলে জনসাধারণের মাঝে কিছুটা সস্তি ফিরবে মাদক সাম্রাজ্য- ও ধ্বংস হবে। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি উজায়ের আল মাহমুদ আদনানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,উল্লেখ্যিত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট