1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
  বাগবাড়ীতে শিমুলের জমজাট জুয়ার প্রতারণা,ঘুমিয়ে আছে ফাঁড়ি পুলিশ কানাইঘাট নিয়ন্ত্রনে সহোদর দুই আওয়ামী দোসর ওদের থামাবে ক? আবারো সিলেট-ছাতক রেলপথে আবারো ছুটবে ট্রেন! শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদীর উরস-এ পাক বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন ঢাকা মহানগর এর দোয়া মাহফিল, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত, মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ গোয়াইনঘাটে রিপন হত্যার ১৪ বছরেও বিচার পাচ্ছেনা নিহতের পরিবার, অভিযুক্ত শাহজাহানের খুটির জোর কোথায়? জামালগঞ্জের সাচনা বাজারে ‘সস্তা বাজার’ কার্যক্রমের শুভ উদ্বোধন

জকিগঞ্জে চুরির লাইভ নিয়ে মারামারির মামলা রেকর্ড হলেও চুরির মামলা রেকর্ডে পুলিশের লুকোচুরি খেলা, আর্থিক লেনদেনের অভিযোগ ভুক্তভোগী পরিবারের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জে একটি চুরির অভিযোগ রেকর্ড করতে লুকোচুরির অভিযোগ উঠেছে জকিগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত অভিযোগটি আমলে নিয়ে এফায়ার হিসেবে অর্ন্তভূক্ত করেনি জকিগঞ্জ থানা পুলিশ।

ভূক্তভোগী পরিবারের অভিযোগ গত ৯ জুন সোমবার সকল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় জকিগঞ্জের ২ মং বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামে দুবাই প্রবাসী নাসির উদ্দীন’র বাড়ীতে তালাবদ্ধ ঘরে চুরির ঘটনা ঘটে। এসময় প্রবাসী নাসির উদ্দীন এর স্ত্রী কাজী হালিমা বেগম শিপা বাড়ীতে ছিলেননা। তিনি ৮ জুন জকিগঞ্জ পৌরসভায় অবস্থিত মেয়ের বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন।

এই সুযোগে একই গ্রামের বাসিন্দা বাবুল আহমদের পুত্র চিহ্নিত চোর জুবেল আহমদ ওরফে গুটাই (২৩) প্রকাশ্যে দিবালোকে ঘরের পিছনের দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে তিনটি রুমের আসবাবপত্র, স্টিলের আলমিরা ভাংচুর ও তছনছ করে মালামাল নিয়ে যায়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাড়ীতে এসে দেখেন ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৪ তোলা পরিমান স্বর্ণ যাহার বর্তমান বাজার মূল্য ৫ লক্ষ টাকাসহ আরো কিছু জিনিসপত্র নিয়ে যায়। ঘটনাটি পার্শ্ববতী ঘরের এক গৃহীনি দেখে ফেলেন। তখন চোর কাউকে না বলতে তার হাতে থাকা অস্র দেখিয়ে ঐ গৃহিণীকে মেরে ফেলার ভয় দেখিয়ে চলে যায়।

পরে একই গ্রামের মৃত সৈয়দ মকু মিয়ার পুত্র সৈয়দ রেদওয়ান আহমদ নামের এক অনলাইন পোর্টালের সাংবাদিককে বাড়ীতে খবর দিয়ে কাজী হালিমা চুরির ঘটনার লাইভ সম্প্রচার করান। এই লাইভে পার্শ্ববতী ঘরের গৃহিণী যিনি জুবেল আহমদ ওরফে গুটাইকে চুরি করে মাল নিয়ে যেতে দেখেছেন তিনি সাংবাদিক দেখে সহজ সরলভাবে সরাসরি বক্তব্যে চুরের নাম বলে ফেলেন। এই বিষয়টি দেখে চোর লাইভারকে দেখে নেওয়ার হুমকি দেয়।

ঘটনার দিন সন্ধ্যার পর কাজী হালিমা বেগম শিপা জকিগঞ্জ মডেল থানায় হাজির হশে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাহার অভিযোগে তিনি একই গ্রামের বাসিন্দা বাবুল আহমদের পুত্র চিহ্নিত চোর জুবেল আহমদ ওরফে গুটাই (২৩)কে বিবাদী করেন। তাহার অভিযোগে স্বাক্ষী হিসেবে তিন জনের নাম উল্লেখ করেন। ১) রুনা বেগম ২) কাজী সাবিনা বেগম ও ৩) কাজী মেহেদী হাসান।

এই চুরির লাইভ সম্প্রচারের পরদিন ১০ জুন ভোর আনুমানিক ৬.০০ ঘটিকার সময় জুবেল আহমদ ওরফে গুটাই চোরের নেতৃত্বে সাংবাদিক সৈয়দ রেদওয়ান এর উপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। পরে রেদওয়ানের আত্নীয়স্বজন মারামারির বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে জকিগঞ্জ থানা পুলিশ মামলা রেকর্ড করলেও চুরির মামলাটি আজও রেকর্ড হয়নি।

ভুক্তভোগী পরিবার এই প্রতিবেদককে বলেন পুলিশি তদন্তে তিনজন স্বাক্ষীর মধ্যে দুজন স্বাক্ষী দিয়েছেন একজন চোরের ভয়ে স্বাক্ষী দিতে অপারগতা প্রকাশ করেন সাংবাদিকের মারামারি দেখে। তারা আরো বলেন আমরা টাকা দিতে না পাড়ায় এবং চোরদের কাছ থেকে বড় অংকের টাকা পেয়ে তদন্ত কর্মকর্তা আমাদের অভিযোগটি রেকর্ড করতে লুকোচুরি করছেন বলে সন্দেহ হচ্ছে।

চুরির অভিযোগের বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এস আই সুমন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সময় টিভি বাংলাকে বলেন মামলাটি তদন্তে আছে, দায়সারা জবাব দিয়ে বলেন আমরা আসামীকে মারামারির অভিযোগে গ্রেফতারের চেষ্টা করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন এই প্রতিবেদককে বলেন জুবেল আহমদ ওরফে গুটাই এলাকার চিহ্নিত চোর ও সন্ত্রাসী। সে এমন একজন লোক, যাকে টার্গেট করবে তাকে অস্র দিয়ে আঘাত করবেই কেউ ফেরাতে পারবেনা। তাহার আত্নীয় স্বজন ও প্রভাবশালী এবং মাদক ব্যবসায়ী, আর্থিক অবস্থাও খুবই ভালো।

সচেতন মহলের প্রশ্ন একজন চিহ্নিত চোরের
অভিযোগটি রেখে অন্য মামলায় গ্রেফতার করতে পুলিশের বলা রহস্যজনক? এর কারণ হলো তিনি বিবাদীদের কাছ থেকে আর্থিক সুবিধা পেয়েছেন।

উল্লেখ্যে এই ঘটনার ১৫দিন আগে জুবেল আহমদ ওরফে গুটাই অন্য একটি চুরির মামলায় জেল খেটে জামিনে বের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট