মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম::-শায়খুল ইসলাম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.) জীবন ও অবদান শীর্ষক সেমিনার চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আগামীকা ২৪ জুন মঙ্গলবার বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আল্লামা ফরহাদাবাদী ফাউন্ডেশন এর আয়োজনে উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন আওলাদে ফরহাদাবাদী পীরে ত্বরিকত মুফতী আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুল আজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজ ভান্ডারী (মা.)। এতে উপস্থিত থাকবেন পীর-মাশায়েখ, উলামায়ে কেরাম, ইসলামিক স্কলার, পেশাজীবি, বুদ্ধিজীবি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ।