নিজস্ব প্রতিবেদক:: আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে ও গাউসিয়া হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদ্রাসার ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজিমুশশান শোহাদায়ে কারবালা মাহফিল আজ ২৭ জুন শুক্রবার ফটিকছড়িস্থ গোপালঘাটা গাউসিয়া হক ভাণ্ডারী দায়রা শরীফে অনুষ্ঠিত হবে। আশেকানে গাউসিয়া হক ভান্ডারী গোপালঘাটা শাখার ব্যবস্থাপনায় সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম মাইজভাণ্ডারীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মির্জাপুর দরবার শরিফে সাজ্জাদানশীন শাহাজাদা সৈয়দ শাহাদাৎ হোসাইন মির্জাপুরী (ম.জি.আ.)। আশেকানে গাউসিয়া হক ভান্ডারী গোপালঘাটা শাখার পক্ষ থেকে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।