1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে খাসিয়ামারা বালু মহাল পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক এলাকার ক্ষতি হয় এমন জায়গায় বালু উত্তোলন নিষেধাজ্ঞা সিলেট ল’কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত সিলেটের উৎমাছড়া এলাকায় বালু,পাথর ও চিনি চোরাচালান এর সেনাপতি যুবদল এর সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ কোম্পানীগঞ্জে বিজিবির অভিযানে স্টিল বডি নৌকা আটক সিলেট সিটি কর্পোরেশন যেন টাকার খনি- শত কোটি টাকার মালিক আব্দুল বাছিতগং সিন্ডিকেট ১ লক্ষ টাকা না দেওয়ায় ২ মাস ১৩ দিন পর আদালতে পশু নির্যাতনের মামলা কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কোম্পানীগঞ্জে আব্দুল আলীমের অপকর্মে অতিষ্ঠ জনসাধারণ,বালি- পাথর লোটপাটে জড়িয়ে আঙ্গুল ফুলে কলাগাছ গোয়াইনঘাট থানার ওসির টাকার মেশিন কয়েকজন বিট অফিসার! উৎসবের সহযোগিতায় বালি লুটপাটে কোটিপতি আব্বাস

জামালপুরে অপহরণের শিকার শিশু উদ্ধার, গ্রেফতার দুই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

মোঃ সুমন মিয়া, জামালপুর প্রতিনিধি:: জামালপুরে র‍্যাবের অভিযানে রাসেল নামের ৭ বছর বয়সী মাদ্রাসার শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব ১৪। শিশু কুমিল্লা জেলার মনোহরগঞ্জের উপজেলার মেরুয়া গ্রামের মো: মইন উদ্দিনের ছেলে। শনিবার রাত ৮ টায় জামালপুর সদর উপজেলার ছোনটিয়া গ্রাম থেকে শিশুকে উদ্ধারের পাশাপাশি মোঃ: সোহেল (৩৭) ও ইমরান (২২) নামের ২ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় জামালপুর র‍্যাব ১৪। মোঃ সোহেল গান্দাইল গ্রামের মৃত ইসমাইল হোসেন এর ছেলে ও মোঃ ইমরান হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মনোহরপুর গ্রামের মরহুন দুলাল এর ছেলে। শনিবার রাত ১১ টার দিকে প্রেস ব্রিফিং এসব তথ্য জানান জামালপুর র‍্যাব ১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম।

র‍্যাব কার্যালয় ও শিশুটির পরিবার সুত্রে জানা যায়, গত ২১ জুন কুমিল্লা জেলার মনোহরগঞ্জের উপজেলার আশীর পার আন নূরানী মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির মা রোজিনা বেগম থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলা দায়েরে পর থেকেই বিষয়টি কুমিল্লা জেলার মনোহর গঞ্জ থানা পুলিশ এবং র‍্যাবের নজরে আসে। পুলিশ এবং র‍্যাব যৌথভাবে কাজ করতে থাকলে অপহরণ চক্রের সদস্যরা আধুনিক প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল থাকায় তারা ৭ বছরের শিশুটিকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় এবং শিশুটির পিতা মাতার কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা শনিবার একেক সময় একেক জায়গায় টাকা নিয়ে আসতে বলে। পরে জামালপুর র‍্যাবের সদসরা সংবাদ পেয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম এর নেতৃত্বে জামালপুর সদরের ছোনটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেফতার করে।
কথা হলে শিশুটির বাবা মো: মইন উদ্দিন জানান, আমার ছেলে নিখোজ পর বিভিন্ন জায়গায় যেতে বলে অপহরণকারীরা। পরে জামালপুর এসে র‍্যাবকে জানালে র‍্যাব সদস্যরা আমার ছেলে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে। আমি এবং আমার খুব খুশি হয়েছি। র‍্যাবকে ধন্যবাদ জানাই।
এদিকে জামালপুর র‍্যাব ১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম জানান, শিশুটিকে অপহরণ করে ভিডিও কলের মাধ্যমে পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। জামালপুর ছনটিয়া এলাকায় অভিযান করে শিশুকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট