মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ্ শরিফের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও ৫ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল আগামী ১ জুলাই মঙ্গলবার বাদে মাগরিব থেকে আরম্ভ হবে। পাঁচলাইশ থানাধীন বিবিরহাট হামজারবাগস্থ খানকাহ শরিফে এই মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সবাইকে সবান্ধব দাওয়াত জানিয়েছেন মাহফিল উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও সদস্য সচিব মাওলানা কাজী হাবিবুল হোসাইন।