মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-১ জুলাই, মঙ্গলবার, রাত নয়টায় মাইজভাণ্ডীর গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ইদিলপুর শাখার মাসিক মিটিং আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিতি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার দিদারুল আলম, মাস্টার মোহাম্মদ মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলমগীর আলম ও মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। সভার আলোচ্যসূচি মধ্যে ছিল: শাখা কমিটির মাসিক সভা বা মাহফিল নিয়মিতকরণ, বায়াত ও শাখার সদস্য বৃদ্ধিকরণ, সাংগঠনিক দক্ষতা, শাখার দপ্তরির কাজ সুসম্পন্ন করতে করণীয় ও শাখার উদ্যোগ পুরাতন, নতুন, বয়াতি, সদস্যদের নিয়মিত দরবারে জিয়ারতে নেওয়ায় তাগিদের প্রসঙ্গ। সভা শেষে মিলাদ, কেয়াম ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।