নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র সহ-সভাপতি এম.খসরু চৌধুরী কানাডা সফর শেষে বাংলাদেশে আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে ২ জুলাই বিকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র সহ- সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী এর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয়প্রেসক্লাব’র ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ জোসেপ আলী চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমী, মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখা‘র সাধারণ সম্পাদক সাংবাদিক মো: মশাহিদ আহমদ। সংগঠনের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অর্থ সম্পাদক জিল্লুর রহমান, আব্দুর রহমান রহমত, মো: আজমল আলী, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা ও ছাত্রফ্রন্ট নেতা রাজীব সুত্রধর, সাংবাদিক রিপন আহমদ, জাহেদুল ইসলাম পাপ্পু, বিজয় শাহ, পার্বতী বৈদ্য প্রমুখ। আলোচনা সভায় জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।