মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:- ৮ই মহররম ১৪৪৭হিজরী, ৪ঠা জুলাই ২০২৫, মাহে মহররম ও আশুরা উপলক্ষে পবিত্র আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে ৮ম শাহাদাত কারবালা মাহফিল দরবারে পাকে অনুষ্ঠিত হবে। নির্দেশক্রমে গাউসুলআজম মাইজভাণ্ডারী প্রপৌত্র, দরবারে পাকের মহামান্য জিম্মাদার ও মুন্তাজেম আওলাদ আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)। তত্ত্বাবধানে শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, নায়েব মুন্তাজেম, গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, মাইজভাণ্ডার শরীফ। কর্মসূচির মধ্যে রয়েছে বা’দ জু’মা রওজা-এ-পাকে আজিমুশশান মিলাদ ও মোনাজাত, বা’দ আসর গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে সংক্ষিপ্ত আলোচনা, তাওয়াল্লাদে গাউছিয়া ও মাগরিবের পূর্বেই বিশ্বশান্তি কামনায় দোয়া ফরিয়াদ, পবিত্র দিবস স্মরণে এ বছরে সংক্ষিপ্ত প্রোগ্রাম হবে তাই শাখা সমূহের প্রতিনিধি উপস্থিতি বাধ্যতামূলক নয়। কেউ দোয়া’তে শরীক হতে চাইলে আসরের সময় উপস্থিত থাকবেন। ব্যবস্থাপনায় গাউসুলআজম মাইজভাণ্ডারী প্রবর্তিত দর্শন প্রচারকদের সংগঠন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদ।