মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-(৫ জুলাই) উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম (রা.) এতিমখানা ও হেফজখানার উদ্যোগে পবিত্র মহররম মাস উপলক্ষে “শাহাদাতে কারবালা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান ইমাম হুসাইন (রা.) ও তাঁর সাথীদের কারবালার প্রান্তরে দেওয়া শহীদের আত্মত্যাগ স্মরণে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত সুপার মোহাম্মদ আনোয়ার সিকদার । উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব রবিউল হোসেন, জনাব শাহজাহান শাফায়াত হোসাইন, রাশেদ আলী আক্কাস, হাফেজ আবু হানিফ, মহি উদ্দিন, মোবারক হোসেন।
বক্তারা বলেন, “কারবালার শাহাদাত ইতিহাসের এক অনন্য শিক্ষা। সত্য ও ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করার এমন নজির বিরল। ইমাম হুসাইন (রা.) আমাদের শিখিয়ে গেছেন, অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবেনা।আহলে বাইতে রাসূল(দ.)দেখানো পথই সঠিক পথএই পথে অবিচল থেকেই দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন।