হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি:: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক মোঃ শামছুল হক আকন্দের সহযোগিতায় খেলোয়ারদের জার্সি প্রদান করা হয়। (১৬ জুলাই) বুধবার সকাল ১২ ঘটিকায় সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ এর মাঠে খেলোয়ারদের মাঝে এ জার্সি প্রদান করেন।
শামছুল হক আকন্দ পরিচালনা পরিষদের সম্মানিত পরিচালক ও তরুণ প্রজন্মের উদীয়মান সমাজসেবক বটেও।
এছাড়াও শামছুল হক আকন্দ সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীকে নানাভাবে সহযোগিতা করে থাকেন। সেই সহযোগিতার হাত ধরেই নান্দাইল ক্রিকেট একাডেমির অসহায় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন।
পরিচালক মোহাম্মদ শামছুল হক আকন্দ বলেন, আমি সবসময় নান্দাইল এর অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব, মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর মাধ্যমে।
তিনি আরও বলেন, ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুল জামান রিপন কে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই। সে দীর্ঘদিন যাবত নান্দাইল এর বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষাথীদের জন্য কাজ করে যাচ্ছে।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশরাফুল জামান রিপন, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ মোশারফ কবির, দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির সহ একাডেমির বিভিন্ন খেলোয়ারবৃন্দ।