মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ৩৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে দুই বান্ডেল ঢেউটিন এবং গৃহনির্মাণে অনুদানের ছয় হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন স্থানীয়রা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রাম কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, সদর ইউপি সদস্য জামাল মিয়া ও মুমিন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও অনুদানের চেক তুলে দেওয়া হয়।