1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই কর্মসূচি বাস্তবায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস, সুনামগঞ্জের যৌথ আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং সঞ্চলনায় ছিলেন, মো. মনিরুজ্জামান সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মো. রবিউল ইসলাম, সহকারী প্রোগ্রামার, ইউআইটিআরসিই, ব্যানবেইস, মো. আব্দুল মুকিত উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দেবর্পিত রায় উৎস। তিনি বলেন, “আমরা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য নিজেকে গড়ে তুলতে চাই। শিক্ষা যেন শুধু ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠুক।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ, হাজী আছির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমেদ, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতার হোসেন ও অভিভাবক প্রতিনিধি মোবারক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মো. শহীদুল্লাহ এবং গীতা পাঠ করেন সঞ্জীব কর।

বক্তারা বলেন, এই সম্মাননা অনুষ্ঠান শুধু শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শিক্ষা ও মানবিক মূল্যবোধে উৎসাহ জোগায়, যা ভবিষ্যতের সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা হয়ে থাকবে।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, সাচনা বাজার উচ্চ বিদ্যালয় ও নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা।

অনুষ্ঠানটি জামালগঞ্জের শিক্ষা অঙ্গনে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মাননাগুলো শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখাতে ও তা বাস্তবায়নে এগিয়ে যেতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট