1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম অনুষ্ঠিত,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম:-বিগত ৩০ মহরম ১৪৪৭ হিজরী, ২৬ জুলাই ২০২৫ ইং, রোজ শনিবার সদ্য প্রয়াত অছিয়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (রহ.)-এর পবিত্র চাহরম শরীফ মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। বাদে জোহর থেকে খতমে কোরআন, খতমে গাউছিয়া আলীয়া শরীফ, বাদে আছর ফলার ফাতেহা, মিলাদ, কিয়াম ও মোনাজাত ‘বাগ-এ-হোসাইনী’ পারিবারিক কবরগাহে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সৈয়দ আহমদ হোসেন শাহরিয়ার মাইজভাণ্ডারী, সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাইজভাণ্ডারী, সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, সৈয়দ আবরার হাসনাইন মাইজভাণ্ডারী। আরো উপস্থিত ছিলেন- খোলাফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারীর আওলাদে পাকগণের মধ্যে সৈয়দ ফরিদুল আবছার আমিরী, সৈয়দ কানুন বিল্লাহ সুলতানপুরী, সৈয়দ শহীদুল্লাহ ফারুকী, সৈয়দ সাইফুল্লাহ ফারুকী, সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, সৈয়দ মোহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, সৈয়দ মামুনুর রশীদ আমিরী, সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, সৈয়দ মোতাসিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী, সৈয়দ আবরার ইবনে সেহাব, সৈয়দ মোহাম্মদ কুতুবউদ্দিন রাসেল, সৈয়দ আব্দুল্লাহ আল নোমান, মীর জসীম উদ্দীন, শরীফ নেজামী, অধ্যাপক শফিউল গণি প্রমুখ। এছাড়াও শানে গাউছুলআজম মাইজভাণ্ডারী ফোরামের সদস্যবৃন্দ, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্র, জেলা, উপজেলা বিভিন্ন দায়রা ও শাখা সংগঠনের খাদেমানবৃন্দ, মাইজভাণ্ডারী ঘরানার আলেম, লেখক ও গবেষকবৃন্দ, মাইজভাণ্ডারী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ, সমাজ প্রতিনিধি, এলাকাবাসী সহ আশেক, ভক্ত, জায়েরীন ও সর্বস্তরের সাধারণ মানুষ। বাদ মাগরিব হতে এলাকাবাসী ও উপস্থিত মেহমানদের মাঝে উন্মুক্ত তাবারুক বিতরণ করা হয়। চাহারম শরীফের সমস্ত আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী (মা.)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট