1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশার ফাতেমানগরে অসামাজিক আসর ভাঙলো পুলিশ, নারী-পুরুষসহ আটক-৪ সুখাই রাজাপুরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন জাকিয়া চৌধুরীর বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে এ+ ঝলক জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা,ভাংচুর ও লুটের ঘটনায় সিলেট সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুট, থানায় অভিযোগ সিলেট বিভাগের আরও ৪টি আসনে দলীয় প্রার্থীর  ঘোষণা বিএনপির এএসএমপির ছয় থানার ওসি বদল চাঁদাবাজমুক্ত ন্যায়ভিত্তিক ছাতক-দোয়ারা গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ডাকসু ভিপি সাদিক কায়েম

নগরীর শাহপরান মাজার যেন মাদক ও জুয়ার আখড়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগরীর শাহপরান থানার আওতাভুক্ত সিসিক’র ৩৩ নং ওয়ার্ড এর শাহ পরান মাজার শরীফ। সেই পবিত্র মাজারের ভেতরে একটি অপরাধী চক্র দীর্ঘ দিন থেকে জমজমাট মাদক ব্যবসা ও জুয়ার প্রতারণা চালিয়ে যাচ্ছে। চক্রটি প্রশাসনের ছোখ ফাঁকি দিয়ে ইয়াবা, গাঁজা, পাইকারী ও খুচরা প্রকাশ্যে বিক্রি করছে পাশাপাশি নিজেরাও সেবন করছে। অথচ শাহপরান থানা পুলিশের রহস্যজনক ভূমিকা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এছাড়া ভারতীয় অনলাইন শীলং তীর, জান্ডু মুন্ডু নামক জুয়ার প্রতারণায় অতিষ্ঠ স্থানীয়দের পাশা পাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজার জিয়ারত করতে আসা ভক্তবৃন্দরা।

জুয়া ও মাদক ব্যবসায় জড়িত রয়েছে লেচু খান গং চা দোকানদার ইসলামাবাদ কুমার গাঁও এলাকার বাসিন্দা সে বিগত অনেক বছর ধরে গাঁজা বিক্রি করে আসছে, এই কারণে কয়েক বার জেল কেটে বাহিরে এসে আবার তার নিজের ফায়দা হাসিলের উদ্দেশ্যে ইয়াবা, গাঁজা বিক্রি করছে।

শাহ পরান মাজার শরীফ পুকুর পাড়ে শেষে গরম বিবি হাউজিং প্রকল্পের ভেতর জমজমাট ইয়াবা, গাঁজা বিক্রি সেবন ও জুয়া খেলা চলছে এতে জড়িত রয়েছে সাহালম, ফারুক আহমেদ, লেছু খান চা দোকানদার গং। তারা নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে পবিত্র মাজার শরীফ ভেতরে ব্যবসা করে মাজারের সম্মান নষ্ট করে দিতেছে। কিন্তু প্রশাসনের পাশা-পাশি মাজার কর্তৃপক্ষ ও নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

মাজার কর্তৃপক্ষের এমন নীরবতাকে অপরাধীদের সমথর্ন করছে বলে মনে করেন স্থানীয়রা। তারা অভিযোগ করে বলেন অপকর্মে মাজার কতৃপক্ষ জড়িত না হলে এতো সাহস কোথা থেকে পায় মাদক ব্যবসায়ী ও জুয়ারীরা।

মাদকের ভয়াল ছোবলে দিন দিন স্থান৬ যুব সমাজ ধ্বংস হলেও কারো কোন নজর নেই। মাদকের কারণে যুব সমাজ, সামাজিক পরিবেশ ধ্বংসের দিকে ধাবিত হলেও মাদক জুয়া প্রতিরোধে শাহপরান থানা পুলিশের উল্লেখযোগ্য কোন ভূমিকা চোখে পড়ছেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত এই প্রতিবেদককে বলেন এতো সুন্দর মাজার যেন অরক্ষিত মনে হচ্ছে। মাদকসেবী ও জুয়াড়ীদের অপকর্মে যারা প্রতারণার শিকার হয়েছন তারা চুরি ছিনতাই কাজে জড়িয়ে পড়বে। তিনি বলেন আমার মোবাইল ছিনতাই হয়েছে অসুবিধা না কিন্তুু অনেক মানুষ আছে ছিনতাইয়ের শিকার হলে মারাত্বক সমস্যায় পড়বে। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং মাজার কমিটি গুরত্ব সহকারে বিবেচনা করা দরকার।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন গুটিকয়েক পুলিশ কর্মকর্তাকে বখরা দিয়ে ম্যানেজ করেই চলে অবৈধ মাদক ও জুয়ার রমরমা প্রতারণা। ওলিকুল শিরোমণি হযরত শাহপরান এর মাজারে স্থায়ীভাবে মাদক ও জুয়ার প্রতারণা বন্ধে সিলেট মহানগর পুলিশ কমিশনার মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট