1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে খাসিয়ামারা বালু মহাল পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক এলাকার ক্ষতি হয় এমন জায়গায় বালু উত্তোলন নিষেধাজ্ঞা সিলেট ল’কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত সিলেটের উৎমাছড়া এলাকায় বালু,পাথর ও চিনি চোরাচালান এর সেনাপতি যুবদল এর সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ কোম্পানীগঞ্জে বিজিবির অভিযানে স্টিল বডি নৌকা আটক সিলেট সিটি কর্পোরেশন যেন টাকার খনি- শত কোটি টাকার মালিক আব্দুল বাছিতগং সিন্ডিকেট ১ লক্ষ টাকা না দেওয়ায় ২ মাস ১৩ দিন পর আদালতে পশু নির্যাতনের মামলা কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কোম্পানীগঞ্জে আব্দুল আলীমের অপকর্মে অতিষ্ঠ জনসাধারণ,বালি- পাথর লোটপাটে জড়িয়ে আঙ্গুল ফুলে কলাগাছ গোয়াইনঘাট থানার ওসির টাকার মেশিন কয়েকজন বিট অফিসার! উৎসবের সহযোগিতায় বালি লুটপাটে কোটিপতি আব্বাস

সিলেট সিটি কর্পোরেশন যেন টাকার খনি- শত কোটি টাকার মালিক আব্দুল বাছিতগং সিন্ডিকেট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:: সিলেট সিটি কর্পোরেশন আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সিটি করপোরেশনের যাবতীয় কর্মকাণ্ডে রাজস্ব বিভাগের অবদান গুরুত্বপূর্ণ। কিন্তু সিসিকের সেই রাজস্ব বিভাগ যেন পড়েছে রাহুর কবলে। রাজস্ব বিভাগের এসেসমেন্ট শাখার প্রধান এসেসর মো. আব্দুল বাছিত। সিসিকে তার চাকরি শুরু হয় টাইপিষ্ট হিসাবে। এরপর বিভিন্ন ভাবে তদ্বির করে প্রধান এসেসরের চলতি দ্বায়িত্ব বাগিয়ে নেন। এরপর শুরু হয় তার আসল খেলা।দ্বায়িত্ব পেয়েই গড়ে তোলেন নিজস্ব সিন্ডিকেট। এ কাজে এগিয়ে আসেন তার শ্যালক একই শাখার এসেসর আখতার সিদ্দিকী বাবলু, এসেসর কবির উদ্দিন চৌধুরী ও কর আদায় শাখার সহকারী কর কর্মকর্তা মো. মাহবুব আলম। এ চার কুতুব মিলে গড়ে তুলে দূর্নীতির সিন্ডিকেট। সিসিকের কর আদায় ও এসেসমেন্ট শাখার মাঠ পর্যায়ের দক্ষ কর্মচারীদের দুই শাখা থেকে বদলি করে তাদের আত্মীয় স্বজন মাষ্টার রোলে নিয়োজিত কর্মচারীদের এসব শাখায় নিয়ে আসেন। বাদ যায়নি বাছিতের আপন ভাতিজা.। এরপর তারা সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সহকারী একান্ত সচিব শহীদ চৌধুরী র সাথে মিলে বিপুল অংকের টাকার বিল কমিয়ে দিয়ে নিজেরা লাভবান হয়েছে। অবৈধভাবে এ সিন্ডিকেট বিপুল বিত্ত ভৈববের মালিক হলেও সিসিকের রাজস্ব বিভাগ হয়েছে দূর্বল।

অনুসন্ধানে আব্দুল বাছিত ও মাহবুব আলমের এক ঘনিষ্টজন সূত্রে জানা যায়, আব্দুল বাছিত শুরুতে টাইপিষ্ট ও মাহবুব মাষ্টার রোলে কর আদায় শাখার আদায়কারী হিসেবে নিয়োগ পায়। এ দুজনই শহরের বিভিন্ন অঞ্চলে জাগির হিসেবে বাসা বাড়িতে থেকে ছাত্রদের পড়াত। কিন্তু সিটি করপোরেশনে চাকরী হওয়ার পর পেয়ে যায় আলাদিনের চেরাগ। বাছিতের এক নিকট আত্মীয় জানান বাছিত দীর্ঘদিন তার বোনের বাসায় থাকত। এই অল্পদিনে সে বিশাল অর্থ বিত্তের মালিক। বন্ধন – ই, ২৩/১, দারুস সালাম রোড, খাসদবির এলাকায় মনোয়ারা ভিলা নামে বিশাল প্রাসাদের মালিক সহ শহরের বিভিন্ন অঞ্চলে অনেক ভূসম্পত্তির মালিক। চাকরি করা অবস্থায় শেয়ার বাজারে বাছিত ও তার স্ত্রীর নামে রয়েছে বিশাল বিনিয়োগ। ঘাসিটুলা এলাকার সোহল নামে মাহবুবের এক ঘনিষ্টজন জানান। মাহবুব সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে নিঃস্ব অবস্থায় ঐ এলাকায় এলে আমরা তাকে বিভিন্ন বাসা বাড়ীতে ছাত্র পড়ানোর বিনিময়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেই। আশ্চর্যের বিষয় হল এ অল্প সময়ের ভিতরে আজ সে নগরীর ১০ নং ওয়ার্ডের দূর্বার ১১৯/ ৫, কলাপাড়ায় বিশাল ভবন সহ প্রচুর ভূসম্পত্তির মালিক। এছাড়া জানা যায় সুনামগঞ্জ তার গ্রামে রয়েছ জায়গা জমি সহ অনেক সম্পদ। একই ভাবে জানা যায় কবির উদ্দিন চৌধুরী সিসিকের পানি শাখার পাম্প অপারেটর হিসাবে নিয়োগ পায় এবং বিভিন্ন ভাবে সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের প্রিয় পাত্র হয়ে যায়। অবৈধ ভাবে কামাই করে বিপুল সম্পদ। এ দলের আরেক সদস্য আখতার সিদ্দিকী বাবলু প্রধান এসেসর মো. আব্দুল বাছিতের শ্যালক। বোন জামাই আব্দুল বাছিতকে বিভিন্ন ভাবে শেল্টার দিয়ে হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেটের ভাগ।
রাজস্ব বিভাগ তথা এসেসমেন্ট শাখায় পরিবার ও এলাকাতন্ত্র কায়েম করে নিরবে শত কোটি টাকার মালিক হয়েছে। কেউ সাহস করে কিছু বলতে গেলে তাদের বিভিন্নভাবে হয়রানী করা হয়। কর্মচারীদের নেতা হওয়ায় প্রশাসন শাখায়ও তাদের হাত রয়েছে। এদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন সংবাদ প্রকাশের পরও নানা ভাবে উর্ধতন মহলের ছত্রছায়ার তারা পার পেয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এসেসমেন্ট শাখার তাদের এক সহকর্মী জানান, তাদের অপকর্ম তদন্তে একটি তদন্ত কমিটি গঠিত হলেও উপর মহলের তদ্বিরে তা থমকে যায়। শোনা যায় দায়সারা তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমানের জন্য তদ্বিরের প্রেক্ষিতে সে তদন্ত থমকে গেছে।
এসব দূর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনের জন্য ভূক্তভোগীদের দাবীকে উপেক্ষা করে তাদের রক্ষা করার প্রয়াসের ফলে মুখ থুবড়ে পড়েছে সিসিকের রাজস্ব বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট