এম ডি ফারুক মিয়া,দোয়ারাবাজার প্রতিনিধি::
সুনামগন্জের দোয়ারাবাজার উপজেলার বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন শিক্ষার্থীদেরকে।
মঙ্গল বার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে, অত্র স্কুল ও কলেজের এডহক কমিটির সভাপতি ও বগুলা বাজার ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম (জুয়েল) এর সভাপতিত্বে কলেজ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার সুনামগঞ্জ।
নবীন বরণ অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন, অত্র স্কুল ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্য ও প্রযুক্তির যুগে বিশ্ব এখন বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই তথ্য ও প্রযুক্তিকে সঠিক ব্যবহারের মাধ্যমে তোমরা নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলবে আমি সেই প্রত্যাশা করি। একজন শিক্ষার্থীর জন্য কলেজ জীবনের পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ। এখন থেকে জীবনের লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে হবে তাহলেই তোমরা আগামীতে সফলতা অর্জন করতে পারবে। তোমাদের সফলতার মধ্য দিয়ে বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ দেশব্যাপী সুনাম অর্জন করবে বলে আমি আশা রাখি।
স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দাতা সদস্য জাফর আলী খা, সিনিয়র শিক্ষক আহাম্মদ আলী,বগুলা ইউনিয়ন বিএনপির আহব্বায়ক শাহজাহান মিন্টু, বিএনপির প্রবীন নেতা ও বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান, এডহক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন: বগুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, পেষ্কার গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ , অদুত মেম্বার,জামাল মিয়া,মনিরুল আলম,রিপন মিয়া এরশাদ মেম্বার, অত্র প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখার প্রভাসক, শিক্ষক শিক্ষিকা এলাকার গন্যমান্য মুরুব্বী ও একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক জামাল উদ্দিন ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, বগুলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে জীবনে সফল হতে হলে তিনটি জিনিস ধারণ করতে হবে—স্বপ্ন দেখার সাহস, পরিকল্পনা করার দক্ষতা এবং অবিচল অধ্যবসায়।”