মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:- সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দির, নবগ্রহ, বিষ্ণু ও ত্রিনাথ মন্দির আয়োজিত ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের কেন্দ্রীয় দুর্গামন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শেফালিঝরা প্রভাতে ঢাক ও কাসার শঙ্খধ্বনির মধ্য দিয়ে আজ মহা পঞ্চমী তিথি পূজা অনুষ্ঠিত হয়। উক্ত পূজা পরিদর্শনে আসেন ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পুরোহিত লায়ন ড. তরুণ কুমার আচার্য কৃষ্ণ, কুমার রতন, সংগঠনের সভাপতি জয় আচার্য, উপদেষ্টা অর্চন রানী আচার্য, কৃষ্ণাকলি আচার্য, মহিলা সম্পাদিকা রূপনা আচার্য তূর্ণা, সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন দাশ, কৃপাঞ্জন আচার্য বন্ধন, পিউ ভট্টাচার্য, সংগীতা শীল, দেবাশীষ দে, উজ্জ্বল দে প্রমুখ। পরিদর্শনকালে প্রধান অতিথি নির্বিঘ্নে পূজা পালনের তার দিক থেকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দেন।