1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে মহান ২৬ আশ্বিন ওরশ শরীফের প্রস্তুতি সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

মুহাম্মদ নেজাম উদ্দিন, চট্টগ্রাম:-মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবার ৩৭ তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ আজম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় গত ২৬ সেপ্টেম্বর, শুক্রবার, শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে মোস্তফা (দঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ এহসান উল্লাহ।

আলোচনার অংশগ্রহণ করেন সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক ও উপদেষ্টা সৈয়দ শফিউল আজিম সুমন।

প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, ” জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সামগ্রিকভাবে ও সার্বজনীনভাবে দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীতে সকল মানব সন্তান তথা মানবজাতি মুক্তভাবে আশ্রিত হতে পারে। গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) মুক্তভাবে সকল জাতিকে একত্রিত করে কৃপায় ধন্য করেছেন। সকল জাতি থেকে তিনি আল্লাহর মাহাবুব তৈরি করেছেন।”

তিনি আরো বলেন, ” বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবার আসন্ন মহান বার্ষিক ওরশ শরীফ হচ্ছে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত রহমতের দিন। এই মহান দিনে আশেক ভক্তরা বিভিন্ন অবস্থান থেকে আসে, ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে মহান মওলার স্মরণে থেকে দয়া কামনা করে। ওরশ শরীফে আশেকদের যে মিলনমেলা হয় সেখান থেকে আমরা সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা নিতে পারি। ”

মাহফিলে সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা – সদস্যবৃন্দ সহ উপস্থিত ছিলেন আশেকানে মাইজভাণ্ডারী ও আশেকানে হক ভাণ্ডারী।

মিলাদ মাহফিলের পর প্রধান অতিথির দেশ ও মানবজাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

পরবর্তীতে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন সাগরের পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট