1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে দূণীতি ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শাহজাহান মেম্বার সমাজচ্যুত,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ফটিকছড়ি চট্টগ্রাম:- ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পটিয়ালছড়ি গ্রামের ৯ নং ওয়ার্ডের শাহজাহান মেম্বারের বিরুদ্ধে দুর্নীতি, নিম্নমানের কাজ, দুর্ব্যবহার ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচ পাড়া সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বিবর্গ সর্বস্তরের জনগণ সামাজিক বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে ও তার দুই ছেলেকে সমাজচ্যুত করেছে।

গত শুক্রবার সন্ধ্যার পর, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং- আবুল হোসেন চৌধুরী বাড়িতে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং  নাজমুল হাসান চৌধুরী হেলালের উপস্থাপনায় উক্ত সভায় স্থানীয়রা জানান, পাটিয়ালছড়ি মসজিদ সড়ক নির্মাণে আর সি সি ঢালাইয়ের শিডিউল থাকলেও সেখানে রড ব্যবহার করা হয়নি, বরং শুধু সি সি ঢালাই করে রডের টাকা আত্মসাৎ করা হয়েছে। একইভাবে খন্দকার পাড়া সড়ক নির্মাণেও রডের টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। যদিও রাস্তার ফলকে “আর সি সি দ্বারা উন্নয়ন” লেখা ছিল, বাস্তবে রড ব্যবহার না হওয়ায় কাজের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে শাহজাহান মেম্বার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এছাড়া সরকারি গাছ কেটে রাতের আঁধারে পাচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, সমাজের মানুষের সঙ্গে অশালীন আচরণ ও উদ্ধতপূর্ণ ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছেন। অন্যদিকে,তার দুই ছেলের (আফাজ ও রিয়াজ) বিভিন্ন সময়ে স্থানীয়দের সঙ্গে জঘন্য ও গালিগালাজপূর্ণ আচরণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। প্রতিনিয়ত বেয়াদবি ও উশৃঙ্খল আচরণের কারণে ক্ষুব্ধ হয়ে পাঁচ পাড়া (টিলা পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, মাজম পাড়া ও চৌধুরী পাড়া) সমাজের মানুষ বৈঠকে বসে এবং সর্বসম্মতিক্রমে শাহজাহান মেম্বার ও তার ছেলেদের সমাজচ্যুত করার সিদ্ধান্ত গ্রহন করেন। সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. সফিউল হাসান চৌধুরী (অনলাইন ভিডিও মাধ্যম্যে),  শাহেদ আলী চৌধুরী, সামশুল আলম চৌধুরী, সাইফুল হাসান চৌধুরী, আহসানুল কবির চৌধুরী,তারেকুুল হাসান চৌধুরী, আসিফ ইকবাল চৌধুরী নিপু, আরফাতুল হাসান চৌধুরী রাহাত, ইমতিয়াজুল হক চৌধুরী রাসেল,সাবেক মেম্বার রফিকুল আনোয়ার,ডাঃ রমজান আলী, লেয়াকত আলী, মোহাম্মদ সেলিম উদ্দীন, মোহাম্মদ সোহেল,মুন্সী মোহাম্মদ আজম, বদিউল আলম, মোহাম্মদ শাহ আলম,মোহাম্মদ নাছির উদ্দীন,আবদুল মান্নান,নজরুল ইসলাম,মোহাম্মদ সাইফুল্লাহ, সফিউল আলম সওঃ, মাহামুদুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট