ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম:-সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ পরিচালিত সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সূর্যগিরি আশ্রমের নিয়ন্ত্রণাধীন সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মাতৃমন্দির, বিষ্ণু মন্দির, নবগ্রহ ও ত্রিনাথ মন্দিরে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠান, প্রতিযোগীতা ও আলোচনা সভার মাধ্যমে আজ মহা নবমী পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আহবায়ক আলমগীর সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন দেবাশীষ দে। প্রধান বক্তা ছিলেন কুমার রতন। বিশেষ অতিথি ছিলেন তরুণ কুমার আচার্য, প্রবীর আচার্য, উজ্জ্বল দে, টিপলু পাল, শিমুল পাল, সুমন পাল, গৌতম পাল, মিতা বড়ুয়া প্রমুখ।