নিজস্ব প্রতিবেদক::পাইন্দং কেন্দ্রীয় দুর্গা মন্দির সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও মহাষষ্টীতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষিকা অর্চনা রানী আচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মানিকছড়ি ২০ আনসার ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার মো. সাজেদুর রহমান। অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এরকম আয়োজন কচিকাঁচাদের মেধাকে শানিত করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি বিজয় আচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতি বণিক, উজ্জ্বল দে, দেবাশীষ দে, পরম ঘোষ, সজীব দে, হিমেল আচার্য লায়ন, টিপলু পাল, তৃষা রানী শীল, পুষ্পলতা আচার্য্য, শিপ্রা আচার্য, ডালিয়া মহাজন, সোনারাম আচার্য, আকাশ শীল। প্রতিযোগিতায় ১১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।