নিজস্ব প্রতিনিধি:: কোম্পানীগঞ্জ উপজেলায়
(১৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে) তেলিখাল ইউনিয়ন পরিষদে জলবায়ু যোদ্ধা মহিলা সমবায় সমিতি লিমিটেড এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের যৌথ উদ্যোগে ও সমন্বয়ে স্থানীয় অভিযোজন পরিকল্পনার অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে ভোলাগঞ্জ হাইওয়ে রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. শিহাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, জলবায়ু যোদ্ধা মহিলা সমবায় সমিতির সভাপতি আজিমা বেগম, সম্পাদক নাসিমা বেগম, ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।