মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জামালগঞ্জের ঐতিহাসিক সাচনা বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপি আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।
সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হাসান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য এমদাদুল হক আফিন্দী, আলী আক্কাস মুরাদ, গোলাম রাব্বানী আফিন্দী, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সদস্য মিসবাহ উদ্দিন রুমী, মনজুরুল হক আফিন্দী, সাবেক সহ-সভাপতি কাজী শহিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুন নূর আখঞ্জী, সাবেক উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন দ্বিপক, বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকী, উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য রুহেল মিয়া, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান ও ছাত্রদল নেতা নাজমুল হাসান অপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেন,
“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক নীতিপত্র নয়, এটি একটি জাতির মুক্তির ঘোষণা। এই দফাগুলোর প্রতিটি বিষয় বাংলাদেশের মানুষের অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসনের প্রতিফলন।”
তিনি আরও বলেন,“বিএনপি জনগণের দল—আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়—একটি ন্যায়ভিত্তিক ও স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।”
ব্যারিস্টার লিটন প্রতিশ্রুতি দিয়ে বলেন,“৩১ দফার প্রতিটি ধারা বাস্তবায়ন হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে উঠবে, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানে আসবে গুণগত পরিবর্তন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে—এটাই আমাদের প্রধান অঙ্গীকার। আমি হাওড়পাড়ের সন্তান, আজীবন আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।”
সমাবেশে জামালগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশকে ঘিরে পুরো সাচনা বাজারে ছিল উৎসবমুখর পরিবেশ। বাজারের প্রবেশমুখ থেকে প্রধান সড়কজুড়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায় পুরো এলাকা।
দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল চাঙা মনোবল, উচ্ছ্বাস ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।