1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে আত্মত্যাগী বিএনপির কর্মী ফরহাদ আহমেদ জামালপুর শহরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সাংবাদিক সম্মেলন নিন্মতম আয়ের মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্প সিলেটের দক্ষিণ সুরমায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধর্মপাশার ফাতেমানগরে অসামাজিক আসর ভাঙলো পুলিশ, নারী-পুরুষসহ আটক-৪ সুখাই রাজাপুরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন জাকিয়া চৌধুরীর বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে এ+ ঝলক জৈন্তাপুরের নিজপাট ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা,ভাংচুর ও লুটের ঘটনায় সিলেট সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ

নিন্মতম আয়ের মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

স্মরন সিং, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার::  গ্রাম উন্নয়ন কার্যক্রম( গ্রাউক) প্রতিষ্ঠাতা সভাপতি অশোক রঞ্জন পাল এর শুভ উদ্ধোধন ও সার্বিক সহযোগিতায় মৌলভীবাজারের জুড়ি উপজেলা ধামাই চা বাগান হাসপাতালে ৭ ডিসেম্বর রোজ রবিবার সকাল ০৯ ঘটিকা হইতে দুপুর ০২ ঘটিকা পর্যন্ত বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শের মাধ্যমে চক্ষু চিকিৎসা পরীক্ষা, চোখের পাওয়ার নির্ণয়, ছানী বাছাই ও অপারেশন করে বিদেশী লেন্স সংযোজন,চোখের প্রেসার, নেত্রনালীর পরীক্ষা, মাংসবৃদ্ধির অপারেশন,চশমার প্রেসক্রিপশন, চশমা প্রদান ও বিনামূল্যে ঔষধ সেবা প্রদান করেছেন। ১৬তম চক্ষু চিকিৎসা ক্যাম্পে মোট ১৬৩ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ রেজিস্ট্রেশনের মাধ্যমে চশমা ও ঔষধ প্রদান ৫৪ জন, চোখের ছানী অপারেশন ৪২ জন, চোখের মাংসবৃদ্ধি অপারেশন ৪ জন,চোখের নালী অপারেশন ৬জন। উক্ত ক্যাম্পের চক্ষু চিকিৎসায় থাকা- খাওয়া, যাতায়াত, পরীক্ষা, ঔষধ ও চশমা সম্পূর্ণ ফ্রি।

চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা শ্রীমন্ত রাজবংশী বলেন আমি মাকে(জানকি রাজবংশী) নিয়ে এসেছি। মায়ের চোখে মাংসবৃদ্ধি পেয়েছে। ডাক্তার পরীক্ষা- নিরীক্ষা করে বলেছে চোখের মাংসবৃদ্ধির অপারেশন করতে হবে। আমার মায়ের চোখের অপারেশনের জন্য আজকেই চক্ষু হাসপাতালে নিয়ে যাব। তিনি আরও বলেন গ্রাম উন্নয়ন কার্যক্রম( গ্রাউক) বিনা টাকা পয়সায় চোখের চিকিৎসা ক্যাম্পকে মানবিক ভাল উদ্দ্যোগ ও ধন্যবাদ জানিয়েছেন। মানিক রায় বলেন চোখের ডাক্তার দেখে বিনামূল্যে আমাকে চশমা ও ঔষধ প্রদান করেছে।

বাগান পঞ্চায়েত সভাপতি যাদব রুদ্র পাল বলেন গ্রাম উন্নয়ন কার্যক্রম( গ্রাউক) উনারা যেভাবে ধামাই চা বাগানের অসহায় চা শ্রমিক পরিবারে বিনা টাকা পয়সায় ও বিনামূল্যে চোখের পরীক্ষা, চশমা ও ঔষধ এবং যাদের চোখের অপারেশন হবে তাদের সার্বক্ষণিক সার্বিক খরচ সহযোগিতা বহন করতেছে। বাগান পঞ্চায়েত সভাপতি আরও বলেন গ্রাউক পরিবারের সার্বিক কল্যাণ মঙ্গলার্থে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি।

গ্রাউক প্রতিষ্ঠাতা সভাপতি অশোক রঞ্জন পাল বলেন গ্রাউক ১৯৯৯ সালে জুড়ি উপজেলা কৃষ্ণনগর গ্রামে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের কল্যাণে, দারিদ্র বিমোচন সামাজিক উন্নয়ন, শিক্ষা প্রকল্প, শীত বস্ত্র বিতরণ, শিক্ষাবৃত্তি, বৃক্ষরোপন কর্মসূচী, শীতকালীন শাকসবজি বীজ বিতরণ, প্রতিবন্ধীদের সহযোগিতা প্রদান,দূর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে। তারই ধারাবাহিকতায় চক্ষু শিবির ক্যাম্পে মৌলভীবাজার জেলায় বিভিন্ন এলাকায় নিম্মতম আয়ের মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৫০০০( পাঁচ হাজার) মানুষের মধ্যে চোখের ছানি অপারেশন প্রায় ১১০০ জন, চোখের মাংসবৃদ্ধি ১৫০ জন, চশমা ও ঔষধ বিতরণ ৩৫০০ জন, চোখের নালী অপারেশন ১২০জন। তিনি আরও বলেন স্বাস্থ্য প্রকল্পে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা উন্নয়নে এধরনের কার্যক্রম ভবিষ্যৎও অব্যাহত থাকবে।

চা শ্রমিক সেবাসংঘ বাস্তবায়নে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন কুলাউড়া উপজেলা ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাউক প্রধান কার্য়ালয়, শাখা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট