
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ–১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীর সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে হাতপাখা প্রতীকের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য এম. সালমান আহমদ সুজন। বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা সভাপতি মুফতি মাওলানা তাওহীদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা কামাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মো. শওকত মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি মো. আব্দুস সোবাহান, ইসলামী যুব আন্দোলন সভাপতি ইকবাল হোসেন, দ্বীনি সংগঠনের নেতা হযরত আলী, ডাক্তার আব্দুল্লাহ, আলী হোসেন, আলাই মিয়া, সাদেক মিয়া সহ আরও অনেকে।
বক্তারা বলেন, “স্বাধীনতার পর ৫৪ বছরে যে উন্নয়ন হয়নি, আমরা সুযোগ পেলে ইনশাআল্লাহ পাঁচ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন করে দেখাবো। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে চাই। বাংলাদেশ থেকে দুর্নীতি কমাতে পারলে উন্নয়নের গতি আরও বহুগুণ বাড়বে।”
তারা আরও বলেন, দেশের কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মিছিল শেষে নেতাকর্মীরা হাতপাখা মার্কায় ভোট চেয়ে উপস্থিত জনতার প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।