1. live@somoytvbangla.com : সময় টিভি বাংলা : সময় টিভি বাংলা
  2. info@www.somoytvbangla.com : সময় টিভি বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন। সিলেটের জুয়ার রাজ্যে বেপরোয়া সাইফুলগংরা জুয়ারীদের কালো থাবায় তছনছ সাধারণ মানুষ, বখরা নেওয়ার অভিযোগ পুলিশ,ডিবি ও সাংবাদিকের বিরুদ্ধে জামালগঞ্জে ব্যারিস্টার লিটনের জনসভায় মানুষের ঢল, ৩১ দফা বাস্তবায়নে জোরালো আহ্বান চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পর্ষদ প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ আরিফ আল মাহফুজের জন্মদিনে ‘সুপার সিক্সটি’র উচ্ছ্বাস ধলই সফিউল বারী দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদহম, মাসিক আলোচনা ও ফাতেহা শরীফ সম্পন্ন, নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর ২ ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া হযরত বাবা ভাণ্ডারী কেবলা কাবা (ক.)’র ২৯ আশ্বিন পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন

সিলেট মহানগরীর বিমানবন্দর থানা এলাকায় মাদকের ভয়াল ছোবল ধ্বংসের দিকে যুবসমাজ,নীরব ভূমিকায় প্রশাসন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেট সদর উপজেলার খাদিম নগরে চলছে মাদকের রমরমা বাণিজ্য। মাদকের ভয়াল ছোবলে ধ্বংসের দিকে যুবসমাজ,নীরব ভূমিকায় থানা পুলিশ।

খাদিম নগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড এলাকা দিন বিমানবন্দর থানা আওতাভুক্ত খাদিম নগর টি গার্ডেন, বরজান চা বাগানের মাজ লাইন বস্তি এলাকার ভেতরে ৩ নং উপজাতি কুলি বস্তি লাইন বাগমারা এরিয়ার ভেতর বস্তি লাইন শেষে উপজাতি কুলি সুমনের ঘরের পাশে ভেতরে সবুজ প্রেসিডেন্ট এর দখলীয় বাড়ীর ভেতর পাশে বরজান চা বাগানের ভেতর অবৈধ ভাবে জমজমাট ইয়াবা ব্যবসা গাঁজা বিক্রি সেবন করা জুয়া খেলা ছুওয়াই মদ দেদারছে বিক্রি হচ্ছে। মাদকের অবৈধ বিস্তারে জড়িত রয়েছে বরজান চা বাগানের মাজ লাইন বস্তি এলাকায় বিলাস ব্যানার্জি, তিনি বরজান বস্তি এলাকার সভাপতি সবুজ প্রেসিডেন্ট এর যুগ সাজসে বাগানের ভেতর অবৈধ ভাবে মরন নেশা ইয়াবা, গাঁজা বিক্রি, চুয়াইল মদ চুরাই মদ বিক্রি করছে এছাড়াও অবৈধ অনলাইন জুয়া তীর শীলং চলছে। এতে জড়িত রয়েছে মহন উপজাতি, কুলি কবির, চাষা উপজাতি কুলি খাবরু উপজাতি। ৩ নং উপজাতি কুলি বস্তি এলাকার ভেতরে মৃত ধনঞ্জর ছেলে সুমন উপজাতি কুলি সহ আরো অনেক জড়িত রয়েছে।
আরো নাম না জানা অনেকই এই অবৈধ কাজে জড়িত রয়েছ চুয়াইল মদ, ভারতের চুরাই মদ, ভাতের পঁচা হারিয়া মদ বিক্রি হচ্ছে দেদারসে। এরা সবাই মিলে জমজমাট ইয়াবা ব্যবসা গাঁজা বিক্রি সেবন এর পাশাপাশি শীলং তীর নামক জুয়া খেলা জানডু মুন্ডু জুয়া খেলা

প্রতিদিন বিভিন্ন স্থানের মানুষ এসে পাইকারি ও খুচরা গাজা,ইয়াবা,মদ কিনে নিয়ে যাচ্ছে এবং মদ খেয়ে মাতাল হয়ে শিলং তীর, জান্ডু,মুন্ডু জুয়া খেলা চালিয়ে গেলেও পুলিশের নীরব ভূমিকা নানা রহস্যের জন্ম দিয়েছে।

মাদকের ভয়াল থাবায় দিনের পর দিন চোখের সামনে উঠতি বয়সী যুবসমাজ ধংস হচ্ছে, অথচ আইন প্রয়োগকারী সংস্থা যুবসমাজ বাঁচাতে কোন পদক্ষেপ নিচ্ছেনা। এসএমপির পুলিশ কমিশনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও বিভিন্ন থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের অসহযোগিতার কারণে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করা যাচ্ছেনা। কিশোর,যুবক, বৃদ্ধ সবাই, কেউই মাদকের হাত থেকে রক্ষা পাচ্ছেনা।

এই অবৈধ জীবন ধ্বংসকারী মরণ নেশা বন্ধে এবং আগামীর যুবসমাজকে বাঁচাতে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রার পক্ষ থেকে সিলেটের পুলিশ কমিশনার মহোদয়, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ এর হস্তক্ষেপ কামনা করেছেন সিলেট বিভাগীয় সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট